দুদকের হস্তক্ষেপে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ
৪ নভেম্বর ২০১৮ ১৮:০৪ | আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৮:০৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ নভেম্বর) দুপুরে দুদকের হটলাইনে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ‘২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে সালেহ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ৪ হাজার টাকা করে ফি আদায় করছে, দুদকের হটলাইনে আসা এমন অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়।’
দুদক জানায়, অভিযানকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে দুদক টিমের উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ নোটিস ইস্যু করে জানায়, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ছাত্রদের ফরম পূরণে নির্ধারিত ১ হাজার ৮৪০ টাকা এবং বিজ্ঞান শাখার ছাত্রদের নির্ধারিত ১ হাজার ৯৫০ টাকা হারে ফরম পূরণের ফি জমা দিতে হবে। প্রধান শিক্ষক দুদক টিমকে জানান , এখন থেকে কোনো অবস্থাতেই ফরম পূরণে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না।
এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘ফরম পূরণে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক। এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় এ বিষয়টি কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।’
সারাবাংলা/ইএইচটি/জেএএম