Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবচরে যমুনা ব্যাংকের অর্থায়নে সাড়ে ৭ হাজার রোগীকে চিকিৎসা সেবা


৪ নভেম্বর ২০১৮ ১৮:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

মাদারীপুরের শিবচরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় ও অর্থায়নে সাড়ে ৭ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) উৎরাইল এম এল উচ্চ বিদ্যালয় মাঠে ৭৪৩২ জন রোগীকে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়। সেই সঙ্গে ৫২০ জন রোগীকে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।

সকালে এ চিকিৎসা সেবা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক লিঃ পরিচালনা পর্ষদ এর পরিচালক তাসমিন মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ, কে, এম, সাইফুদ্দিন আহমেদ।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উৎরাইল এম এল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোসলেহ আলম চৌধুরীসহ প্রমূখ।

সারাবাংলা/এসএইচ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর