একনেকে অনুমোদন পেল ৩৯ প্রকল্প
৪ নভেম্বর ২০১৮ ২১:৫১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮৬ হাজার ৬৮৬ কোটি ৯৫ লাখ টাকা।
রোববার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পগুলোর মোট খরচের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৬৬ হাজার ৪৬৬ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে ৩১৩ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১৯ হাজার ৯০৭ কোটি ২৩ লাখ টাকা খরচ করা হবে।
সারাবাংলা/জেজে/আরএ