হাজারীবাগে লেগুনার ধাক্কায় শিশুর মৃত্যু
৫ নভেম্বর ২০১৮ ০৯:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর হাজারীবাগের কোম্পানিঘাট এলাকায় লেগুনার ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
মৃত মোস্তাফিজ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়াই গ্রামের তফসের আলীর ছেলে। বর্তমানে হাজারীবাগের কোম্পানিঘাট খালেক মিয়ার বাসায় ভাড়া থাকে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।
মোস্তাফিজের বড় ভাই মো. ইব্রাহীম জানায়, কোম্পানিঘাট পারহাউজের সামনের রাস্তায় পারাপারের সময় একটি লেগুনার ধাক্কায় আহত হয় মোস্তাফিজ। আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে স্থানীয় শিকদার মেডিকেলে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই লেগুনাটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও