Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লক থেকে চিকিৎসকের গাড়ি চুরি


৫ নভেম্বর ২০১৮ ১৩:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লক থেকে এক নারী চিকিৎসকের প্রাইভেটকার চুরি হয়ে গেছে।

সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গাড়িটি চুরি হয় বলে জানিয়েছেন ওই চিকিৎসক। প্রাইভেটকারটি ছিল এক্স করোলা, কালো রঙয়ের। যার নম্বর ঢাকা মেট্রো-গ (১৪-০৪৭৫)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ওই চিকিৎসকের নাম ডা. খাদিজা পারভিন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ্যাত্ব বিভাগে কর্মরত। তার স্বামী সালাউদ্দিন আহমেদ, নৌবাহিনীতে কর্মরত আছেন। তিনি নিজে বাদী হয়ে থানায় চুরির মামলা দায়ের করেছেন। মামলা নম্বর (১০)।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর