অস্ত্রসহ ১০ জলদস্যু গ্রেফতার, অপহৃত মাঝিমাল্লা উদ্ধার
৫ নভেম্বর ২০১৮ ১৪:০২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: বঙ্গোপসাগরের সোনাদিয়ার দূরবর্তী পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত তিন মাঝিমাল্লা উদ্ধার ও ১০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৫ নভেম্বর) সকালে এই অভিযান চালানো হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল গফুর, মো. সাইফুল ইসলাম, মো. তারেক, আবুল হোসেন, ছৈয়দুল আলম, মো. করিম, মো. জুয়েল ও নুরুল হক।
কক্সবাজার র্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান বলেন, রোববার রাত ১২ টার দিকে গভীর সাগরে দুটি মাছ ধরার ট্রলার ডাকাতি করে জলদস্যুরা। ডাকাতি শেষে জলদস্যুরা ওই দুই ট্রলারের তিনজন মাঝিমাল্লাকে অপহরণ করে। পরে অন্যান্য জেলেদের কাছ থেকে অভিযোগ পেয়ে র্যাব সাগরে অভিযান চালায়। এক পর্যায়ে অপহৃত তিন মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নির্বিঘ্নে মাছ শিকার নিশ্চিত করার দাবি জেলেদের
তিনি আরও বলেন, এসময় ১০ জলদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৩৭ রাউন্ড গোলাবারুদ।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও একটি ট্রলারে করে বেশ কয়েকজন জলদস্যু পালিয়ে যায় বলে জানান তিনি।
সারাবাংলা/ এনএইচ