তফসিল পেছানোর দাবিতে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট
৫ নভেম্বর ২০১৮ ১৪:১৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে চিঠি দিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল এ সংক্রান্ত একটি চিঠি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন।
সোমবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু প্রমুখ।
সোমবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তফসিলের তারিখ ঘোষণার প্রতিবাদে এবং এটি স্থগিত রাখার বিষয়ে প্রধান সির্বাচন কমিশনারকে আজ চিঠি দেওয়া হবে। এ সংক্রান্ত চিঠি ড. কামাল হোসেনের কার্যালয়ে প্রস্তুত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তফসিলের জন্য তারিখ ঘোষণা করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এখনও আলাপ-আলোচনা চলছে। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তফসিল ঘোষণা করা উচিত হবে না। এ বিষয়ে আমরা আগেও ইসিকে চিঠি দিয়েছি।’
এর আাগে গত ৩ নভেম্বর ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল সিইসির কাছে একটি স্মারকলিপি দেয়। সেখানে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানানো হয়। কিন্তু তার পরও গতকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে ইসি কমিশনার বিগ্রেডিয়ার জেরারেল অব. শাহাদাত হোসেন বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা ৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিবর্তে আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণা করতে যাচ্ছি।’
সারাবাংলা/জিএস/একে