চট্টগ্রামে জাহাজ ভাঙ্গা কারখানায় লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু
৫ নভেম্বর ২০১৮ ১৪:২৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে গোল্ডেন আয়র ওয়াক্স নামক পুরনো জাহাজ ভাঙ্গা ও রি-রোলিং কারখানায় লোহার পাত পড়ে এক শ্রমিক মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৫ নভেম্বর) সকালে মো.বিপ্লব (২৫) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।
রোববার (০৪ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, কারখানায় কাজ করার সময় লোহার পাত এসে পড়ে বিপ্লবের উপর। এসময় বিপ্লব গুরুতর আহত হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।
কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে সিট খালি না থাকায় মুমূর্ষু বিপ্লবকে দ্রুত বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার সকাল ৮টার দিকে মারা যান বিপ্লব। ট্রিটমেন্ট হাসপাতালের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে এই তথ্য দেওয়া হয়েছে বলে জানান এএসআই আলাউদ্দিন।
বিপ্লব কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার জলিল আহমদের ছেলে।
সারাবাংলা/আরডি