Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করা হতে পারে’


৫ নভেম্বর ২০১৮ ১৫:০৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সোমবার (৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে সাক্ষাৎকালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোন পক্ষ যাতে রোহিঙ্গাদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে জন্য প্রশাসনকে সর্তক থাকতে হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে ঘৃণা ছড়ানোর অস্ত্র ছিল ফেসবুক

এছাড়া রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির কথা উল্লেখ করে কাজী রিয়াজুল হক জানান, দুই দেশের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে। এসব রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত গিয়ে যেন তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে সজাগ দৃষ্টি এবং চাপ অব্যাহত রাখতে হবে।

সাক্ষাৎ শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

সারাবাংলা/এনএইচ

একাদশ সংসদ নির্বাচন কাজী রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশন রোহিঙ্গা সমস্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর