Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে তালিবান হামলায় নিহত ১৩ নিরাপত্তাকর্মী


৫ নভেম্বর ২০১৮ ২০:২৮ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ০০:১২

।। আন্তর্জাতিক ডেস্ক।।

আফগানিস্তানের গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে জঙ্গি গোষ্ঠী তালিবানের হামলায় অন্তত ১৩ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গজনির গভর্নরের মুখপাত্র আরিফ নুরি বলেন, সোমবারের হামলায় সাত সেনা ও ছয় পুলিশকর্মী নিহত হয়েছে। নুরির বক্তব্য অনুযায়ী, তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এতে তালিবানের ছয় যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

এদিক এক বিবৃতিতে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, তালিবানের হয়ে হামলার দায় স্বীকার করেছে।

নুরি বলেন, খোগিয়ানি জেলায় সেনা ও পুলিশের যৌথ চেকপয়েন্টটি একটি কৌশলগত কারণে স্থাপন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, তালিবানের একটি পণ্য সরবরাহ রাস্তা বন্ধ করে দেওয়া। তবে সেটি পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  এই হামলার জবাবে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগে তাদের ওপর চারবার অতর্কিত হামলা চালায় তালিবানরা। বাধ্য হয়ে পিছু হটে তারা।

সারাবাংলা/আরএ

আফগানিস্তান গজনি তালিবান হামলা