Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপে অংশ নিতে গণভবনে জাতীয় পার্টি


৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণভবনে পৌঁছেছেন জাতীয় পার্টির নেতারা।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে দলের নেতারা গণভবনে পৌঁছান। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গণভবনের ব্যাংকুয়েট হলে এই সংলাপ শুরুর কথা রয়েছে।

এর আগে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মত হলে জাতীয় পার্টির পক্ষ থেকেও সংলাপে বসতে আগ্রহের কথা জানানো হয়। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সোমবার (৫ নভেম্বর) জাতীয় পার্টির সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে বসবে আওয়ামী লীগ ও ১৪ দল।

সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে ৩৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। জাপা চেয়ারম্যান এরশাদসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, মসিউর রহমান রাঙ্গা এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, ফখরুল ইমাম এমপি, এমএ ছাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসন খান, আলহাজ সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি। এছাড়া রয়েছেন— বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসে আওয়ামী লীগ ও ১৪ দল। পরদিন সংলাপ অনুষ্ঠিত হয় যুক্তফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীনদের। এরই মধ্যে জানা গেছে, আগামী বুধবার (৭ নভেম্বর) সকালে ফের ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসবে আওয়ামী লীগ ও ১৪ দল। যদিও সে বৈঠক আগের চেয়ে স্বল্প পরিসরে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সারাবাংলা/এসও/টিআর

জাতীয় পার্টি সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর