আরএফএল ফ্যান ভেঙে সন্তান আহত, থানায় জিডি
৫ নভেম্বর ২০১৮ ২০:৩৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২১:০৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আরএফএল গ্রুপের ‘ক্লিক’ ব্র্যান্ডের সিলিং ফ্যান ভেঙে পড়ে সন্তান আহত হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিটিভি’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায়। শনিবার (৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির থানায় তিনি এই জিডি দায়ের করেন।
গত বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি আবাসিক এলাকায় অঞ্জন রায়ের বাসায় ‘ক্লিক’ ব্র্যান্ডের ওই ফ্যানটি ভেঙে পড়ে। এ ঘটনায় অঞ্জন রায়ের সন্তান, জেএসসি পরীক্ষার্থী জয়িতা রায় আহত হয়।
ওই ঘটনা উল্লেখ করে জিডিতে বলা হয়, ১ নভেম্বর রাতে আমার বাসায় একটি সিলিং ফ্যান হঠাৎ ভেঙে পড়ে। সেই সময় আমার মেয়ে জয়িতা রায় বিছানায় বসে পড়ালেখা করছিল। এত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এবং আমার মেয়ের প্রাণনাশের কারণ হতে পারত।
ভেঙে পড়া ফ্যানটি আরএফএল ক্লিক ব্র্যান্ডের উল্লেখ করে জিডিতে লেখা হয়, এটি ২০১৫ সালের ২৫ মার্চ কেনা হয় জিগাতলার আজিজ ইলেকট্রনিক্স থেকে। পণ্যটির সঙ্গে ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত হলোগ্রাম স্টিকার লাগানো আছে। পণ্যটির ওয়ারেন্টি কার্ডও আমার সংরক্ষণে আছে।
জিডিতে অঞ্জন রায় বলেন, ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া একটি পণ্য মাত্র তিন বছরের কম সময়ে কিভাবে মরিচা ধরে ভেঙে পড়ল, তা আমার ওই প্রতিষ্ঠানের কাছে জিজ্ঞাসা। এমন নিম্ন মানের পণ্য দিয়ে মানুষের জীবনকে বিপজ্জনক করে তোলায় আমি ওই কোম্পানির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে চাই। এর অংশ হিসেবে আমার সাধারণ ডায়েরিটি (জিডি) আপনার থানায় অন্তর্ভুক্ত করতে আবেদন জানাচ্ছি।
এদিকে, অঞ্জন রায় ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানিয়েছেন, পারিবারিকভাবে তারা এই ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই লড়াই বাংলাদেশের অন্যতম একটি বাণিজ্যিক শক্তির সঙ্গে হলেও সেই লড়াইয়ে প্রস্তুত বলে জানান তিনি।
আরও পড়ুন-
আরএফএল’র ফ্যান ভেঙে সন্তান আহত, মামলা করছেন বাবা
সারাবাংলা/টিআর