Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিরনিদ্রায় শায়িত তরিকুল ইসলাম


৫ নভেম্বর ২০১৮ ২১:২৬ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২১:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

যশোর: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দাফন শেষ হয়েছে। যশোর ঈদগাহ ময়দানে চতুর্থ জানাযা শেষে যশোর কারবালা কবরস্থানে সদ্যপ্রয়াত এই বর্ষীয়ান রাজনীতিবিদকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ২টায় হেলিকপ্টারে করে তরিকুল ইসলামের মরদেহ যশোর বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হয় যশোর ঘোপ নোয়াপাড়া রোডের বাসভবনে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে মরহুম তরিকুলের মরদেহ গ্রহণ করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

যশোর জেলা বিএনপি সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবিরুল হক সাবু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ জাতীয় ও স্থানীয় নেতা এবং সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।

পরে মরদেহটি নেওয়া হয় যশোর জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে কিছু সময় রাখার পর তার মৃতদেহ নেওয়া হয় যশোর ঈদগাহ মাঠে। সেখানে জানাজার আগে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তরিকুল ইসলামের কফিন দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং দলের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ড.আব্দুল মঈন খান ও নিতাই রায় চৌধুরী।

আসরের নামাজ শেষে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় তরিকুল ইসলামের চতুর্থ দফা জানাজা। প্রায় তিন লাখ মানুষের উপস্থিতিতে যশোর ঈদগাহ মাঠের এই জানাজায় ইমামতি করেন মুফতি মাওলানা আমান উল্লাহ কাসেমী।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ যশোরের সাধারণ মানুষেরা সদ্যপ্রয়াত এই নেতার জানাজায় অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএ

তরিকুল ইসলাম দাফন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর