Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দুকযুদ্ধে পুরনো জেএমবির প্রধান নেতা নিহত


৬ নভেম্বর ২০১৮ ১২:০৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুরনো জেএমবির প্রধান নেতা খোরশেদ ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পিরব ইউনিয়নের তাঁতীপুকুর এলাকার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মুন্সীগঞ্জে প্রকাশক, ব্লগার শাহজাহান বাচ্চু হত্যার মূল পরিকল্পনকারী ওই জঙ্গি নেতা। এছাড়া তিনি ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গি ছিনতাই ঘটনার পরিকল্পনাকারী।

পুলিশের ওই কর্মকর্তা জানান, রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার তাঁতীপুকুর এলাকায় কয়েকজন জঙ্গি গোপন বৈঠক করছিলেন। টহল পুলিশ ওই এলাকায় গেলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় জানমাল রক্ষায় পুলিশও পাল্টা ১২ রাউন্ড গুলি করে।

হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে জঙ্গি নেতা খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, কিছু পাউরুটি ও কলার অংশ পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জঙ্গিদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

আহত সহকারী পরিদর্শক এসআই আহসান ও কনস্টেবল সাব্বিরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর