Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বড়দের বিরোধে’ শিশু অপহরণ, গ্রেফতার ২


৬ নভেম্বর ২০১৮ ১৩:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নাঈমুল হাসান নামে ৭ বছরের এক শিশুকে অপহরণের দুই মাস ১২ দিন পর তাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মেজর মো. রবিউল ইসলাম সারাবাংলাকে জানান, নাঈমুলের বাবাসহ পরিবারের বড়দের সঙ্গে তাদের নিকটাত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে (২৪ আগস্ট) কক্সবাজারের পেকুয়া থেকে শিশু নাঈমুলকে অপহরণ করে ২ মাস ১২ দিন জিম্মি করে রাখা হয়।

শিশু নাঈমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার আবদুল হাইয়ের ছেলে।

গত ২৪ আগস্ট নাঈমুলকে পেকুয়া থেকে অপহরণ করে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রফিক সওদাগর কলোনিতে একটি বাসায় জিম্মি করে রাখা হয় বলে জানান মেজর রবিউল।

ওই বাসা থেকে নাঈমুলকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারী মো. সোহেল (৩০) ও মো. পারভেজকে (২২)।

‘নাঈমুলদের পারিবারিক প্রতিপক্ষ সোহেল ও পারভেজকে অপহরণের কাজে টাকার বিনিময়ে ব্যবহার করেছে। তবে তারা পেশাদার অপহরণকারী নয়। অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণও দাবি করে।’ বলেন মেজর রবিউল

তদন্তের স্বার্থে নাঈমুলদের পারিবারিক প্রতিপক্ষের পরিচয় প্রকাশে রাজি হননি এই র‌্যাব কর্মকর্তা।

অপহরণের দুই মাস পরও উদ্ধার না হওয়ায় নাঈমুলের বাবা র‌্যাবের সহায়তা চান বলে সারাবাংলাকে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মো. মাশকুর রহমান।

সারাবাংলা/আরডি/এমএইচ/এসএমএন

চট্টগ্রাম নগরী র‍্যাব শিশু অপহরণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর