Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস লাইন পরীক্ষা করতে গিয়ে দগ্ধ ২ জন


৬ নভেম্বর ২০১৮ ১৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর কদমতলীতে গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন লেগে দুই জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রায়েরবাগের মিরাজ নগরের একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন রিয়াজ হাওলাদার (২৫) ও সোহেল মিয়া (২২)। এরা দুজনেই স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করেন।

দগ্ধ দুই স্যানিটারি মিস্ত্রির সহকর্মী শাহীন মিয়া জানান, মিরাজ নগরের ইউনুস টাওয়ারের ৭ তলায় স্যানিটারির কাজ করছিলেন তারা। এমন সময় রান্না ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যায়। পরে দিয়াশলাই জ্বালিয়ে গ্যাসের লাইন পরীক্ষা করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে রিয়াজ ও সোহেল দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনেরই হাত, মুখ সহ শরীর পুড়ে গেছে। তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসআর/এসএমএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর