।। সারাবাংলা ডেস্ক ।।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য পদে আবারও চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। ৯ ডিসেম্বর থেকে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এই নিয়োগ দিয়েছেন।
সোমবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (গণমাধ্যম) খলিলুর রহমান।
গৌতম বুদ্ধ সিভাসু’র অ্যানমেল সাইন্স ও নিউট্রিশন বিভাগের অধ্যাপক। তিনি ২০০০ সালে চট্টগ্রাম ভেটেরিনারি কলেজে যোগ দেন, যা পরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০১৫ সালে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পান।
সারাবাংলা/আরডি/এসএমএন