Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক ও জনপথ অধিদফতরে দুদকের অভিযান


৬ নভেম্বর ২০১৮ ২০:১০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঠিকাদারের বিল পরিশোধে ঘুষ লেনদেনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। মঙ্গলবার (৬ নভেম্বর) দুদকের হটলাইনে অভিযোগ পেয়ে তাৎক্ষণিভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদের নির্দেশে অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ কালাম। উপ-সহকারী পরিচালক সোমা হোড়সহ ৩ সদস্যের একটি টিম তাকে সহযোগিতা করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে জানান, ‘সড়ক ও জনপথ অধিদফতরে ঠিকাদারি বিল নিয়ে গেলে ঘুষ ছাড়া পাস হয় না এবং ঘুষ ছাড়া বিল উত্থাপন করলে নানাভাবে হয়রানি করা হয়- দদুকর হটলাইনে এমন অভিযোগ পাওয়া যায়।’

অভিযোগের প্রেক্ষিতে দুদক টিম সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জবাবে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান দুদক টিমকে জানায়, ‘সম্প্রতি বিল পরিশোধের সফটওয়্যারের আপগ্রেডেশন কার্যক্রম চলছে বলে বিল পরিশোধে বিলম্ব হচ্ছে।’

নিয়োগ ও বদলির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত না। তবে তদবির হয় এবং তদবিরের পেছনে কেউ ঘুষ বিনিময় করলে আমাদের কিছু করণীয় নেই।’

অভিযানে গত ৫ বছরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত কার্যক্রম এবং পরবর্তী ব্যবস্থা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক।

একই অভিযোগে এদিন সড়ক ও জনপথ অধিদফতরের বনানী ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালায় দুদকের টিম।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘ঠিকাদারি বিল বা অন্য যে কোনো বিল পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা আবশ্যক। কোনো কর্মকর্তা যদি ঘুষ দাবি করেন এবং ভুক্তভোগী দুদকে অভিযোগ জানান- তাহলে ওই কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর