Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ টন পলিথিন জব্দ


৬ নভেম্বর ২০১৮ ২০:৪৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের আলাদা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানের দেন নেতৃত্ব পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে। এসময় ওইসব এলাকায় ছয়টি গুদাম থেকে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ওইসব পলিথিন ও গুদাম মালিক গুদাম তালাবদ্ধ করে পালিয়ে যায়। ফলে পলিথিন জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

অভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া ও শেখ মোজাহীদ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

সারাবাংলা/এসএমএন

পলিথিন ভ্রাম্যমান আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর