Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুবেলের মৃত্যু


৬ নভেম্বর ২০১৮ ২০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাইফুল ইসলাম রুবেল (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রুবেল এবং তার স্ত্রী স্ত্রী সাজেনা আক্তার (১৮) দগ্ধ হন। তারা মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় বসবাস করতেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

রুবেলের ছোট ভাই এখলাস জানান, গতকাল (সোমবার) রুবেল একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। সকালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুনে সাইফুলের শরীরের ৯৭ শতাংশ এবং সাজেনার ৭৫ শতাংশ পুড়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

সারাবাংলা/এসএসআর/এটি

অগ্নিদগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর