Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্টকে ‘বেবি অ্যালায়েন্স’ বললেন মেজর মান্নান


৬ নভেম্বর ২০১৮ ২২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে ‘বেবি অ্যালায়েন্স’ বললেন যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। তিনি বলেন, ঐক্যফ্রন্টের জন্ম হলো যুক্তফ্রন্ট থেকে। যুক্তফ্রন্ট ওয়াজ আ মাদার পার্টি, মাদার অ্যালায়েন্স। সেখান থেকে ঐক্যফ্রন্ট আলাদা হয়ে গেল। ঐক্যফ্রন্ট ইজ আ বেবি অ্যালায়েন্স। দ্য মাদার অ্যালায়েন্স হলো যুক্তফ্রন্ট।

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্ট তাদের মূল দাবি থেকে সরে গেছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ঐক্যফ্রন্ট যেখানে যাচ্ছে, পরদিন যুক্তফ্রন্ট সেখানে যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ঐক্যফ্রন্টের সাথে আমাদের দ্বিমত হওয়ার কারণেই আমরা যুক্তফ্রন্টে রয়ে গেলাম। আপনাদের যদি মনে থাকে- ঐক্যফ্রন্টের জন্ম হলো যুক্তফ্রন্ট থেকে। যুক্তফ্রন্ট ওয়াজ আ মাদার পার্টি, মাদার অ্যালায়েন্স। সেখান থেকে ঐক্যফ্রন্ট আলাদা হয়ে গেল। ঐক্যফ্রন্ট ইজ আ বেবি অ্যালায়েন্স। দ্য মাদার অ্যালায়েন্স হলো যুক্তফ্রন্ট।

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টে যে দলগুলো রয়েছে তারা কী চাই তারাই ভালো বলতে পারবেন। আমাদের যুক্তফ্রন্টে ৯টি দল রয়েছে। যুক্তফ্রন্ট থেকে আমরা যে ৫টি দাবি এবং ১১টি লক্ষ্য ঠিক করেছিলাম ঐক্যফ্রন্ট কিন্তু আমাদের দাবিগুলো নিয়েই আছে। শুধু তারা ৫টি দাবির সাথে নতুন করে আরও ২টি দাবি যোগ করেছে। কেন তারা মূল দাবি থেকে সরে গেছে সেই উত্তর ঐক্যফ্রন্ট দেবে।

আরও পড়ুন: ৮ তারিখেই তফসিল চায় যুক্তফ্রন্ট

সারাবাংলা/এটি

নির্বাচন কমিশন বি চৌধুরী যুক্তফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর