Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির সঙ্গে ইসির বৈঠক শুরু


৭ নভেম্বর ২০১৮ ১১:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

বুধবার (৭ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

এদের মধ্যে রয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, জিয়া উদ্দিন বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সাল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙা, শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ এর চেয়ারম্যান সেকেন্দার আলী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে ইসির পক্ষে উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

বিকেলে আওয়ামী লীগের সঙ্গে ইসির বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদ নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়া, নির্বাচনে ইভিএম ব্যবহার না করা এবং নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনামোতায়েনের দাবি জানিয়ে গত ৫ নভেম্বর ইসির সঙ্গে বৈঠক করেছে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিন ৬ নভেম্বর ইসির ঘোষিত তারিখ তফসিল ঘোষণা, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে ইসির সঙ্গ বৈঠক করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত ৪ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামী ৮ নভেম্বর জাতীর উদ্দেশ্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ  টেলিভিশনে ভাষণ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তবে যুক্তফ্রন্ট সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানান। অবশ্য ইসি তা এখনো আমলে নেয়নি। বরং ৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরল হুদা জানিয়েছেন, ৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল পেছানোর কোন সুযোগ নেই। তবে দলগুলো চাইলে নির্বাচনের তারিখ পেছানো যেতে পারে। যদিও নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ৪৫ দিনের কাছাকাছি সময় হাতে রেখে আগামী ২৩ ডিসেম্বর কাছাকাছি সময়ে ভোটগ্রহণের পরিকল্পনা করছে। কারণ সংবিধান অনুয়ারি আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের ভোটগ্রহণে বাধ্যবাধকতা রয়েছে।

সারাবাংলা/জিএস/এসএমএন

ইসি জাতীয় পার্টি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর