Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ নভেম্বরই তফসিল চায় জাতীয় পার্টি


৭ নভেম্বর ২০১৮ ১২:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সংলাপের অজুহাতে তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। ৮ নভেম্বরই তফসিল ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বুধবার (৭ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনের তফসিল যাতে ৮ তারিখেই ঘোষণা করা হয়, ইসির বৈঠকে সেই দাবি জানানো হয়েছে। আজকের পরে যেহেতু কোনো সংলাপ আর হচ্ছে না তাই, তফসিল পেছানোর কোনো সুযোগ নেই।

নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার দাবিও জানানো হয়েছে বলে জানান জাতীয় পার্টি মহাসচিব।

তিনি বলেন, ইভিএম ব্যবহারে সাধারণ মানুষ অভ্যস্ত নয়। তাই ইসিকে এটি ব্যবহার না করা অনুরোধ জানানো হয়েছে।

রুহুল আমিন হাওলাদার আরো বলেন, নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে নির্বাচনকে কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। ইসি যাতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সে আহবান জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর