Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছিনতাইয়ের সময় অস্ত্রসহ হাতেনাতে ধরা


৭ নভেম্বর ২০১৮ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ফজর আলী (১৯) নামে একজন। তার কাছে কার্তুজ ভর্তি দেশে তৈরি একটি এলজি বন্দুক পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি জামে মসজিদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি আকবর শাহ নিউ শহীদ লেইনের বাসিন্দা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ সারাবাংলাকে জানান, রাতে সিগন্যাল কলোনি জামে মসজিদের সামনে দাঁড়িয়ে অস্ত্রের মুখে লোকজনের কাছ থেকে ছিনতাই করছিলেন ফজর আলী। খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাকে অস্ত্রসহ আটক করে।

বিজ্ঞাপন

ফজর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম ছিনতাই হাতেনাতে ধরা