ডিএনসিসি নির্বাচন : আগে থেকেই প্রচারণা চালালে ব্যবস্থা নেবে ইসি
৭ জানুয়ারি ২০১৮ ১৬:২৩
স্টাফ করেসপন্ডেন্ট
‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য যারা এখন থেকেই প্রচারণা চালাচ্ছে, তফসিল ঘোষণার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ বলে জানিয়েছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ।
রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে দেশের সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও নারায়ণগঞ্জ জেলার এডিসি ও ৫০টির অধিক উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন সচিব।
বৈঠক শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা জানান।
সারাবাংলা/এমআই