Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের


৭ নভেম্বর ২০১৮ ১৬:১৫ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৭:৩৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ নির্বাচনকে সামনে রেখে এবার ১০ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে, এসএসসি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মৌখিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’

এর আগে, গত ৩১ অক্টোবর এসএসসির নির্বাচনী পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে।

এদিকে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেনে সংশ্লিষ্টরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিলো।

সারাবাংলা/এমএস/এমও

পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর