Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেসিসির প্যানেল মেয়র হলেন মুন্না-টিপু-শুনু


৭ নভেম্বর ২০১৮ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র পদে আমিনুল ইসলাম মুন্না, আলী আকবার টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু নির্বাচিত হয়েছেন। বুধবার (৭ নভেম্বর) দুপুরে নগর ভবনে কেসিসির ৩১ জন সাধারণ এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন।

মেয়রের অবর্তমানে মেয়র প্যানেলের সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। কেসিসিতে মেয়রের পরেই প্যানেল মেয়র পদটিকে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। সিটি করপোরেশন আইন অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ২২ ভোট পেয়ে প্যানেল মেয়র-১, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-২ এবং ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু ১৪ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।

বিজ্ঞাপন

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, নগরবাসীর সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সভায় বিএমডিএফ প্রকল্পের আওতায় ৩৬ কোটি ৭৬ লাখ টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/এমএইচ

ওয়ার্ড কাউন্সিলর খুলনা সিটি করপোরেশন প্যানেল মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর