Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনিশিয়ার কারথেজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘হালদা’


৮ নভেম্বর ২০১৮ ১১:৪৫ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৫:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

তিউনিশয়ার ২৯তম কারথেজ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে তৌকির আহমেদ-এর ‘হালদা’। এই উৎসবে ৪৭টি দেশের প্রায় ২০০টি ছবি দেখানো হবে। এর মধ্যে ৪৪টি ছবি আছে মূল প্রতিযোগিতায়। ৩ নভেম্বর তিউনিশয়ার রাজধানীতে শুরু হওয়া এই  উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত।


আরও পড়ুন :  ‘হিসু’ ইস্যু: অনলাইন বিধি নেই সেন্সর বোর্ডের


উৎসবে অংশ নিতে ইতিমধ্যেই আফ্রিকার দেশ তিউনিশিয়ায় পৌঁছেছেন তৌকির আহমেদ। এর আগে গেলো বছর তৌকির আহমেদ তার ‘অজ্ঞাতনামা’ ছবি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘হালদা’। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ছবিটির গল্প আবর্তিত হয়েছে। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান।

বিজ্ঞাপন

হালদা ছবির জন্য ২০১৮ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন তৌকির আহমেদ। আসামের গৌহাটি চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয় ছবিটি।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  বদলে দেয়ার গল্প নিয়ে আসছেন হাশমি


 

কারথেজ ফিল্ম ফেস্টিভ্যাল তৌকির আহমেদ হালদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর