Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্ল্ড এক্সপো অায়োজনে বাংলাদেশের সমর্থন চায় ফ্রান্স


৭ জানুয়ারি ২০১৮ ১৬:২৩

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা :  ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ অায়োজনে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফ্রান্স। আজ সকালে ফ্রান্স সরকারের পরামর্শক ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাবেক মহাসচিব প্যাসকল লেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অাহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন,  ২০২৫ সালে ওয়ার্ল্ড এক্সপো অায়োজনে অাগ্রহী ফ্রান্স। একইসঙ্গে বৃহৎ এই প্রদর্শনী অায়োজন করতে ফ্রান্সের সঙ্গে প্রতিযোগিতা করছে রাশিয়া, জাপান ও অাজারবাইজান।

প্রদর্শনীটি ফ্রান্সে অায়োজনে বাংলাদেশের সমর্থন চাইলে, বিষয়টি বিবেচনা করা হবে বলে প্যাসকেল লেমিকে অাশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক এই প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

ওয়ার্ল্ড এক্সপো প্যাসকেল লেমি ফ্রান্স

বিজ্ঞাপন

পদ প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ
২২ নভেম্বর ২০২৪ ২২:৫২

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর