Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউজিসি চেয়ারম্যান মিজানূর মারা গেছেন


৭ জানুয়ারি ২০১৮ ১৭:০৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৮ ১৭:১০

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানূর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

রোববার ( ৭ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তিনি মারা যান বলে ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিজানূর রহমান দীর্ঘদিন অ্যাজমা, জন্ডিস ও কিডনি রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, তিনি ২০০৫ সালে ইউজিসিতে উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। মিজানূর রহমান এর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

নতুন সিরিজ দিয়ে শুরু নতুন বছর
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর