Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ ‘ছাড়লেন’ মার্কিন অ্যাটর্নি জেনারেল


৮ নভেম্বর ২০১৮ ১৮:৫৭

।। আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে পদত্যাগ করতে বাধ্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারানোর একদিনের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে বলেন ট্রাম্প। বুধবার সকালের দিকে এক চিঠিতে ট্রাম্পকে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করেন সেশন্স। চিঠিটি মার্কিন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

চিঠিতে সেশন্স লিখেন, তিনি ট্রাম্পের অনুরোধে পদত্যাগ করেছেন।

এদিকে টুইটারে সেশন্সকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে। এর আগ পর্যন্ত সেশন্সের চিফ অফ স্টাফ ম্যাথিও জি হোয়াইটেকার নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

সেশন্স তার চিঠিতে লিখেন, আইনপ্রয়োগকারী এজেন্ডা নিয়ে কাজ করা তার জন্য সম্মানের ছিল। এতে করে ট্রাম্পের প্রচারণা শিবিরের একটি কেন্দ্রীয় অংশ গঠিত হয়েছিল।

তিনি লিখেন, আমরা অভিবাসন আইন পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করেছি।

উল্লেখ্য, ট্রাম্পের অভিবাসন-বিরোধী এজেন্ডা বাস্তবায়নে সেশন্স মুখ্য ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন- ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

সারাবাংলা/ আরএ

জেফ সেশন্স পদত্যাগ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর