Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ তফসিল জনগণ মেনে নেবে না: ফখরুল


৮ নভেম্বর ২০১৮ ২১:০৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সরকারের ইচ্ছা বাস্তবায়নে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এই তফসিল জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।  এর আগে সন্ধ্যা ৭টায় ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম তফসিল পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা সেটি করেনি। জনগণের আশা- আকাঙক্ষার প্রতিফলন না ঘটিয়ে তারা একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ ঘোষণায় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা এ তফসিল ঘোষণার মাধ্যমে বুঝতে পারছি জনগণ এ নির্বাচন গ্রহণ করবে না।’

এ সময় জোটে নতুন দুটি দলের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম।

এর আগে সংবাদ সম্মেলনে এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, ‘হঠাৎ করে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাইকোর্টের নির্দেশে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তার চিকিৎসা কতটুকু হয়েছে তা চিকিৎসকরা না জানিয়ে ফের তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশে এটা করা হচ্ছে। তার চিকিৎসা কতটুকু হয়েছে এ ব্যাপারে চিকিৎসকরা কোনো সার্টিফিকেট দেননি।’

তিনি বলেন, ‘এ মিটিংয়ে আমাদের দাবি তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। অনতিবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। অন্যথায় সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমএইচ/একে

আরও পড়ুন

২৩ ডিসেম্বর ভোট

শহরাঞ্চলে অল্প কিছু স্থানে ইভিএম: সিইসি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: সিইসি

নির্বাচনের তারিখ নিয়ে ইসির বৈঠক শেষ

যেসব বিষয় থাকতে পারে সিইসি’র ভাষণে

তফসিল মির্জা ফখরুল

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর