Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-এ’র ভর্তি পরীক্ষা শুক্রবার


৮ নভেম্বর ২০১৮ ২২:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন রেসিডেন্সি প্রোগ্রাম ‘ফেজ-এ’ এর মার্চ ২০১৯ সেশনের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামীকাল সব পরীক্ষার্থীকে সকাল ৮টায় পরীক্ষার হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বুয়েট মেইন ক্যাম্পাস, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারে ৫টি অনুষদে ভর্তির জন্য মোট ১ হাজার ১০২টি আসনের বিপরীতে মোট ৯ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

অনুষদভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা হলো মেডিসিন অনুষদে পরীক্ষার্থী ৩ হাজার ৩৩৮ জন, আসন ৩৬৯, সার্জারি অনুষদে ৩ হাজার ৯১৭ জন, আসন ৪৫২, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদে অনুষদে পরীক্ষার্থী ১ হাজার ১৬৩ জন, আসন ১২২, শিশু অনুষদে ৮৫৪ জন, আসন ১১৩ এবং ডেনসিট্রি অনুষদে পরীক্ষার্থী ৪৩৬ জন আর আসন ৪৬টি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশনায় ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর