Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত


৯ নভেম্বর ২০১৮ ০৯:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী শেখ (৩৫) নামে এক চরমপন্থী নেতা রাজবাড়ীতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানায় পুলিশ। মোহাম্মদ আলী পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্দ গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, মোহাম্মদ আলী চরমপন্থী লাল পতাকা বাহিনীর রাজবাড়ী অঞ্চলের কমান্ডার। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় সে ও তার সহযোগীরা গোপন বৈঠক করছিলো। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ-ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধ’, পুলিশসহ আহত ৩

পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ এবং চরমপন্থীদের ফেলে যাওয়া আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, একটি বিদেশী দোনালা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুটি হত্য ও একটি অস্ত্র মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশ বন্দুকযুদ্ধ রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর