নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইইউ আওয়ামী লীগ
৯ নভেম্বর ২০১৮ ১২:০১
।। সারাবাংলা ডেস্ক ।।
লন্ডন থেকে: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপ আওয়ামী লীগ-এর নেতৃবৃন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকার এর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হয়। গণতন্ত্রের এই ধারাকে অক্ষুণ্ণ রাখতে ও রাষ্ট্র ব্যবস্থাকে সংহত করতে যথাসময়ে নির্বাচন অপরিহার্য।
এছাড়া, আগামী নির্বাচনে জননত্রেী শখে হাসনিার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী ২৩ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে নেতৃবৃন্দরা আহ্বান জানান। প্রবাসীদের তাদের আত্মীয় স্বজনদের নৌকায় ভোট দিতে উৎসাহিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশি সবজি চাষে স্পেন প্রবাসী আল আমীন মিয়ার সাফল্য
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম.এ.গনি, সহ-সভাপতি এম নজরুল ইসলামসহ ইউরোপের অন্যান্য দেশের নেতৃবৃন্দ।
সারাবাংলা/এনএইচ