Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান


৯ নভেম্বর ২০১৮ ১৭:৫১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে তিন দিনের শুভেচ্ছা সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল শনিবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

সফরকালে সেনাপ্রধান সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাবাহিনী প্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে গমন করছেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৪ নভেম্বর, বুধবার দেশে ফিরে আসার কথা রয়েছে।

সারাবাংলা/ইউজে/এমও

বাংলাদেশ সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর