Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন


৯ নভেম্বর ২০১৮ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন (ফাইল ছবি)

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেলে রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বিকাল ৪টার দিকে ট্রেনটি আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে চলাচলকারী সব রেল বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বগি লাইনচ্যুত হওয়ার খবর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।’

বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি।

সারাবাংলা/এমও

ট্রেন রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর