Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা ছিনতাই করে ‘টাকা দাবি’, চক্রের হোতা গ্রেফতার


৯ নভেম্বর ২০১৮ ১৮:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মো. রফিক (৪৩) নামে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। রফিক একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হোতা বলে জানিয়েছে পুলিশ। অটোরিকশা ছিনতাই করে মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করাই এই চক্রের কাজ ছিল।

শুক্রবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর ডি টি রোড এলাকা থেকে রফিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ সারাবাংলাকে বলেন, ‘রফিকসহ চারজন ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের ঘিরে ফেলি। এ সময় ছিনতাইকারী সাইফুল, সজীব ও মনির পালিয়ে যায়। তবে রফিককে আমরা স্থানীয় জনতার সহায়তায় ধরে ফেলি। ধস্তাধস্তিতে রফিক সামান্য আহত হয়েছে।’

তিনি বলেন, রফিক এবং তার সহযোগীরা সীতাকুণ্ড ও সন্দ্বীপ এলাকায় ছিনতাই করতো। রফিকই ওই চক্রের নেতৃত্ব দিতো। তারা চট্টগ্রাম ও কুমিল্লায় সিএনজিচালিত অটেরিকশা ছিনতাই করতো। প্রথমে যাত্রীবেশে উঠতো তারা। এরপর নির্জন জায়গায় গিয়ে চালককে পিটিয়ে নামিয়ে দিয়ে রিকশা নিয়ে তাদের আস্তানায় চলে যেত। রিকশা ফেরৎ দেওয়ার জন্য মালিক পক্ষের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা টাকা আদায় করতো।’

এই ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্যকে গত এক বছরের বিভিন্ন সময়ে গ্রেফতার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। রফিকের নেতৃত্বে তারা প্রায় ১২শ’ অটোরিকশা আটকে মালিকের কাছ থেকে টাকা আদায় করেছে- জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খাঁন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রফিকের সঙ্গে দিলীপ বণিক, হাজী মনির, ইউনূস, সাইফুলসহ অন্তত ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। এরা একটি অটোরিকশা ছিনতাইয়ের পর মালিকের কাছে প্রথমে কমপক্ষে ১ লাখ টাকা দাবি করে। ৫০-৬০ হাজার টাকায় রফা হয়। গাড়ির কাগজপত্র পেতে হলে বারতি চুক্তির বাইরে আলাদা করে টাকা দিতে হয়। টাকা দিয়ে অটোরিকশা ফেরৎ নিতে কেউ অস্বীকৃতি জানালে এই চক্র অটোরিকশা সন্দ্বীপে নিয়ে গিয়ে বিক্রি করে দিতো।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর