Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার গাড়ি যারা ঘুরিয়েছে তাদের মাথা ঘুরিয়ে দেব: কাদের সিদ্দিকী


৯ নভেম্বর ২০১৮ ১৮:৩৭

হাবিবুর রহমান, রাজশাহী থেকে: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাজশাহী সমাবেশে আসতে পুলিশ আমার গাড়ি পাঁচবার ধরেছে। আমি খোঁজ করে তাদের বের করব। যারা আমার গাড়ি ঘুরিয়েছে, আমি তাদের মাথা একদিন ঘুরিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন। আমি বেঁচে থাকলে তাদের মাথা ঘুরিয়ে দেব।

শুক্রবার ( ৯ নভেম্বর) রাজশাহী মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে ড. কামাল হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের রাজনীতি বলতেই খালেদা জিয়া। বাংলাদেশকে যেমন কোথাও বন্দি করা যাবে না, তেমনি খালেদা জিয়াকেও বন্দি রাখা যাবে না। খালেদা জিয়ার মুক্তি চাইলে ঐক্যফ্রন্টে অটুট থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তির জন্য ছটফট করতে হবে না। শেখ হাসিনাই রাজাকারের গাড়িতে প্রথম জাতীয় পতাকা তুলে দিয়েছিল।’

তিনি বলেন, ‘আজকের জনসভায় যত মেয়ে এসেছে, আমার দলে এত মেয়ে থাকলে হাসিনার পতন তিনদিনে হতো।’

সারাবাংলা/একে

কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর