Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যান্ড ভ্যালুতে বাংলাদেশ এখন ৩৯তম


৯ নভেম্বর ২০১৮ ২১:৫৩

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: এক বছরের ব্যবধানে পাঁচ ধাপ এগিয়ে বিশ্বে সর্বোচ্চ মূল্যবান দেশের ব্র্যান্ডগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৩৯তম। সম্প্রতি লন্ডনভিত্তিক বৈশ্বিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিন্যান্স তাদের ‘নেশন ব্র্যান্ডস ২০১৮’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু এ বছর ২৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ২০১৭ সালে ১শ’টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম। সে সময় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।

এই বছর বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ২৪ শতাংশ। প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের অবস্থান ৯ম। বছরের ব্যবধানে এক ধাপ এগিয়েছে দেশটি। বর্তমানে রাষ্ট্র হিসেবে ভারতের ব্র্যান্ড ভ্যালু ২ হাজার ১৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

ব্র্যান্ড ফিন্যান্স বলছে, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ২০১১ সালের পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু ছিল ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। যখন বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ৪৭ বিলিয়ন। তাই মোটা দাগে বলা যায়, মাত্র ৭ বছরের ব্যবধানে পাকিস্তানকে পাশ কাটিয়ে বাংলাদেশ চলে গেছে অনেক দূরে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর