Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গোলাম দস্তগীর গাজী


৯ নভেম্বর ২০১৮ ২২:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

শুক্রবার (৯ নভেম্বর) রাতে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদে রাকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ডে-নাইট খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জবাসী আপনারা যদি পুনরায় আমাকে এমপি নির্বাচিত করেন রূপগঞ্জে একটি প্রাইভেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া নৌকা মার্কা হাতে পেলে রূপগঞ্জে কোনো গ্রুপিং বা কোন্দল থাকবে না। বিগত নির্বাচনের মতো সবাই নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একটি চক্র আছে রূপগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন চোখে দেখে না। ওদের বিএনপির দুঃশাসনের কথা মনে পড়ে না। ওরা খালি আমার বদনাম করে। ওরা আওয়ামী লীগের শত্রু। ওদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো কালো টাকা নেই, যা আছে সব সাদা টাকা। ১০ বছর যাবৎ বাংলাদেশের সেরা করদাতার স্বীকৃতি পেয়েছি। আমার ছেলে পাপ্পাও পেয়েছে সেরা করদাতার কার্ড। সুতরাং রূপগঞ্জে কোনো শোষণকারীর স্থান হবে না।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেনসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর