Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করেছে সরকার: গোলাম দস্তগীর গাজী


৯ নভেম্বর ২০১৮ ২৩:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করেছে সরকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

শুক্রবার (৯ নভেম্বর) রাতে রূপগঞ্জের কাঞ্চনে আলেম ওলামা ঐক্য পরিষদ ও বাস্তবায়ন কমিটি আহলে সুন্নত ওয়াল ইসলামী মহাসম্মেলনে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘যেখানে জঙ্গিবাদ থাকবে সেদেশে উন্নতি হতে পারে না। কারণ এরা নিজেরা মারামারি করবে আবার মরবে। সারা পৃথিবীতে জঙ্গিবাদ শুরু হলো। সেই হাওয়া বাংলাদেশেও লেগেছিলো। শেখ হাসিনা কঠোর হস্তে সেই জঙ্গিবাদ দমন করেছেন। জঙ্গিরা ঈদের জামায়াতেও হামলা করেছিলো। এখন পাকিস্তান, ইরান, ইরাক,মিশর, সিরিয়া, মালয়েশিয়াতে জঙ্গিবাদ আছে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার জঙ্গিগোষ্ঠীর বাসা বাঁধতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে ৮২ হাজার আলেম-ওলামাদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রতিমাসে তাদের ভাতা দেওয়া হচ্ছে। কওমি মাদরাসার শিক্ষার্থীরা সরকারি চাকরি পেত না। এখন তাদের সনদ সরকারি স্বীকৃতি পেয়েছে। ফলে তারা এখন সরকারি চাকরি পাবে। এছাড়া আওয়ামী লীগ চাই এদেশে ইসলাম পুরোপুরি প্রতিষ্ঠিত হক। বাংলাদেশ ইসলামের দেশ।’

নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘২০০৮ সালে রূপগঞ্জে চলাচল করা যেত না। গ্যাস ছিলো না, বিদ্যুৎ ছিলো না। শিক্ষা ব্যবস্থা ছিলো খুবই খারাপ, যোগাযোগব্যবস্থা ছিলো নাজুক। এখন সব কিছুর উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস আছে। এসব দিয়েছে আওয়ামী লীগ সরকার। এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কেননা রূপগঞ্জের মানুষের কোনো কিছুরই কমতি রাখেনি আওয়ামী লীগ সরকার।’

বিজ্ঞাপন

মহাসম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আলেম ওলামা ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর