Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র কিনতে আ. লীগ নেতাদের ভিড় ধানমন্ডিতে


১০ নভেম্বর ২০১৮ ১২:৩৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের জন্য দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

এ কারণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় দেখা যায়।

শনিবার সকাল ১০টা থেকে ফরম সংগ্রহ ও জমাদান শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে মনোনয়নপ্রত্যাশী ও মনোনয়নপত্র সংগ্রহকারীরা ধানমন্ডি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন এবং প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছেন।

উৎসুক নেতাকর্মীদের সামাল দিতে বেশ বেগ পোহাতে হচ্ছে ধানমন্ডি কার্যালয়কে। মনোনয়ন প্রত্যাশীদের লাইনে দাঁড় করিয়ে রেখে আটটি বুথ থেকে ফরম দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরপর মাইকে ঘোষণা করে ১০ জনকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যারা ফরম জমা দিচ্ছেন তাদেরও একটি লাইন দেখা গেছে।

নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর শুক্রবার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

প্রথম দিনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুটি আসনে মনোনয়ন কেনা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনোনয়নপত্র কিনেছেন নোয়াখালী-৫ আসন থেকে।

প্রথমদিন মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ আয় করেছে ৩ কোটি ৯৮ লাখ টাকা। এ দিন ১৩শ’র বেশি মনোনয়নপত্র বিক্রি হয়।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ মনোনয়নপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর