Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র হত্যার উৎসব চলছে আ.লীগ কার্যালয়ে’


১০ নভেম্বর ২০১৮ ১৩:০৪ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৩:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে আওয়ামী লীগ কার্যালয়ে গণতন্ত্র হত্যার উৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম চালাচ্ছে। এজন্য আগামী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার বা নির্বাচনী মাঠ সমতল করার কোনো গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই। সেজন্যই তাড়াহুড়ো করে তফসিল ঘোষণা করেছে।

‘এই ঘোষণায় ভোটারদের মুড-অফ, দেশের জনগণ হতাশ। প্রাণী হত্যা করার পর আদিম বন্য উৎসবের মত এখন গণতন্ত্র হত্যার উৎসব চলছে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে’— বলেন রিজভী।

তিনি বলেন,‘একতরফা তফসিল ঘোষণার পর সারাদেশে বিষাদঘন পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে নির্বাচন নিয়ে সংলাপের নামে সরকারি প্রতারণায় দেশবাসী বিস্মিত ও হতবাক। সরকারের সর্বোচ্চ ব্যক্তি কীভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেন!’

‘শেখ হাসিনা বলেছিলেন-নতুন মামলা দেওয়া হবে না ও গ্রেফতার করা হবে না। যেদিন বলেছেন, ঠিক সেই রাত থেকেই আরও বেশি মামলা ও গ্রেফতার শুরু হয়েছে। এমনকি সিইসি তফসিল ঘোষণার সময় বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার হয়রানী না করতে, রাজনৈতিক মামলা না দিতে, কিন্তু শুধুমাত্র গতকালই বিরোধী দলের ৩ শ’র অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ অর্থই হচ্ছে, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার বারোটা বেজে যাওয়া। সন্ত্রাসীদের দূর্গ আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক অবাধ নির্বাচনে বিশ্বাস করে না। নিজেদের স্বার্থে যখন যা ইচ্ছা তাই তারা করতে পারে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন,‘তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, আবার তারাই সংবিধান থেকে সেটি মুছে দিয়েছে। কোনো আধুনিক সভ্য রাজনৈতিক দল একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের বখাটে আচরণ করতে পারে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-সদফর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, কেন্দ্রীয় নেতা আবেদ রাজাসহ অন্যারা।

সারাবাংলা/এজেড/জেএএম

গণতন্ত্র হত্যা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর