পাহাড়ে সন্ত্রাসের জন্য শাসক গোষ্ঠীকে দায়ী করলেন সন্তু লারমা
১০ নভেম্বর ২০১৮ ১৭:৪৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাঙামাটি : পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য শাসক গোষ্ঠীকে দায়ী করলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
শনিবার (১০ নভেম্বর) সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে ‘জুম্ম জনগণের জাতির পিতা’ মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৫তম মৃত্যৃ বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় সন্তু লারমা একথা বলেন।
তিনি বলেন, ‘পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য জেএসএসের দিকে অঙ্গুলি নির্দেশ করা হলেও প্রকৃতপক্ষে শাসকগোষ্ঠী ইউপিডিএফ ও জনসংহতি (এমএন লারমা) গ্রুপ সৃষ্টির মাধ্যমে পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির জন্য পরিকল্পিতভাবে এসব কার্যক্রম করা হচ্ছে।’
সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি কিশোর কুমার চাকমার সভাপতিত্ব করেন।
এতে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যকরী কমিটির সদস্য গৌতম কুমার চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিনা চাকমা।
এর আগে সকাল আটটায় শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি প্রভাত ফেরি বের হয়। পরে রাঙামাটি শহরের বনরূপা বাজারের প্রধান সড়ক হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরি শেষে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে ফুল দিতে প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সারাবাংলা/এসএমএন