Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহমাদীনেজাদকে গ্রেফতার


৭ জানুয়ারি ২০১৮ ২০:২৯

সারাবাংলা ডেস্ক

সরকারে বিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে।

তেহরানের নির্ভরশীল একটি সূত্রের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক সংবাদপত্র আদ-কুদস আল-আরাবি তার গ্রেফতারের খবর প্রকাশ করেছে।

ওই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ইরানের বুশেহর শহর পরিদর্শনের সময় আহমাদিনেজাদ বলেছিলেন, ‘বর্তমান সরকারের কিছু নেতা জনগণের দুর্ভোগের ব্যাপারে খোঁজ-খবর রাখে না। এমন কি তারা সমাজ-বাস্তবতা পর্যন্ত বোঝে না।’

এ ছাড়া ইরানে এখন ‘অব্যবস্থাপনা’ বিরাজ করছে বলে উল্লেখ করে আহমাদিনেজাদ বলেছিলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি নিজেকে দেশের মালিক মনে করে, আর জনগণ মনে করে অবহেলিত শ্রেণী।’ বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

ইরানে সরকার বিরোধী অভ্যুত্থানের সপ্তাহখানেক পরেই আহমাদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নামে সে দেশের জনগণ।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর