Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে আইয়ুব বাচ্চু স্মরণে ‘রূপালী গিটার’


১০ নভেম্বর ২০১৮ ১৭:১৯

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।

‘শিল্পীর মৃত্যু নেই, আইয়ুব বাচ্চু বেঁচে আছে, থাকবে সবার হৃদয়ে’ এই শিরোনামে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে গানের অনুষ্ঠান রূপালী গিটার। অনুষ্ঠানের কারিগর মনিরুজ্জামান মনির এর পরিকল্পনায় এবং সুস্মিতা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শহিদ, সান্টু, মানসিব ও নাজিম।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আইয়ুব বাচ্চুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরব প্রার্থনা করা হয়।

ড্রামার দিপুর উদ্যোগে এই আয়োজনের শুরুটা হয় ‘বাংলাদেশ’ গান দিয়ে। এরপর একে একে সাড়া জাগানো.. কেউ সুখী নয়, কষ্ট পেতে ভালোবাসি, ফেরারি মন, সেই তুমি, ‘উড়াল দেব আকাশে এবং এই রূপালী গিটারসহ মোট ১৭টি গানই দর্শকদের মন ছোঁয়ে যায়।

আরও পড়ুন: ইতা‌লি‌তে ‘‌দি রাইজিং স্টার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

অনুষ্ঠানে ইতালীব্যাপী শুরু হওয়া মিউজিক্যাল ট্যালেন্ট শো ‘দি রাইজিং স্টার’ এর জন্য সহযোগিতা কামনা করা হয়। স্থানীয় রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকলেই প্রত্যাশা করেন, রোম শহরের মত বিশ্বের কোন না কোন প্রান্তে বেজে উঠবে রূপালী গিটার আর এভাবেই বেঁচে থাকবেন কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু।

সারাবাংলা/এনএইচ

আইয়ুব বাচ্চু স্মরণে ইতালি সংগীত আয়োজন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর