।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সংঘর্ষে মৃত্যুর ঘটনা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (১০ নভেম্বর) বেলা ২টায় মগবাজার টিএনটি কলোনি মাঠে আয়োজিত এক সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর দেখবে না। তবে নির্বাচন কমিশন নির্দেশ দিলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘নির্বাচনের সময় কিছুটা উত্তেজনা থাকে। তবে প্রাণহানি কাম্য নয়।’
নির্বাচন ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও হঁশিয়ারি দেন মন্ত্রী।
শনিবার সকালে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে দুই কিশোর মারা যান।
সারাবাংলা/ইউজে/একে