Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষ, খালেদার কার্যালয়ে বসছে ঐক্যফ্রন্ট


১০ নভেম্বর ২০১৮ ১৯:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত এবং কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে- তা এখনই বলতে রাজি হননি কেউ।

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৭টায়।

বৈঠকে সভপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, ‍মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু।

জোট সূত্রে জানা গেছে, নির্বাচনের যাওয়ার বিষয়ে ২০ দলীয় জোট নমনীয় কিন্তু নির্বাচনের তারিখ পেছানোর জন্য সরকারকে দাবি জানাবে। কারণ দল গোছানো ও মনোনয়নসহ সবকিছু গোছাতে চান নেতারা। এক্ষেত্রে নেতারা চাইবেন জানুয়ারিতে নির্বাচন হোক।

দলীয় সূত্র জানায়, রাতে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। তবে ঐক্যফ্রন্টের নেতারাই বিএনপি’র সঙ্গে বসতে গুলশান আসছেন।

এর আগে: বৈঠকে বিএনপি, নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত রাতেই

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর