Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দাবি কল্যাণ পার্টির


১১ নভেম্বর ২০১৮ ১১:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, লেভেল প্লেয়িং ফিল্ড ও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

রোববার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এ দাবি জানান।

তিনি বলেন, ‘জোটবদ্ধভাবে নির্বাচন করব আমরা। তবে নির্বাচনে যাব কি যাব না তা কিছুক্ষণ পর (বিএনপির বৈঠকের পর) জানা যাবে। তবে পার্টির পক্ষ থেকে আমার দাবি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রসি পাওয়ার না দিলেও সবার সঙ্গে আলোচনা করে কার্যকরীভাবে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি দাবিগুলো মানা হয় এবং বিএনপি নির্বাচনের সিদ্ধান্ত নেয় তবে আমি চট্টগ্রাম-৫ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে জোটবদ্ধভাবে নির্বাচন করব।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যান পার্টির দপ্তর সম্পাদক মো. রিপনসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এসএইচ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর